শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে ৮নং ওয়াডে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসারেফ হোসেন (৬০) কে গুরুত্বর মারধর করেছে প্রতিপক্ষরা মোঃ ছিদ্দিক (৪০), মোঃ লোকমান (২০), আবু সায়েম (৫০), শাহাবুদ্দিন (৪০), স্থানীয়রা জানান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসারেফ হোসেন গং এর সাথে মোঃ ছিদ্দিক গং এর দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। ঐ বিরোধীয় জমি সুপারী পারতে গেলে অবৈধ্য ভাবে দখল করেন মোঃ ছিদ্দিক গং। গতকাল ২৪ তারিখ ১০ টায় মোঃ মোসারেফ হোসেন সুপারী পারতে গেলে প্রতিপক্ষ মোঃ ছিদ্দিক গং ও তার ভাভাটিয়া বাহিনী লাঠিসোটা নিয়ে মোঃ মোসারেফ হোসেন উপর এলোপাতাড়ি হামলা চালান। হামলাকারীরদের হামলায় মোঃ মোসারেফ হোসেন চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আহতের পরিবার।
Leave a Reply