শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম বলেন,‘ ভূমি সক্রান্ত কাজে ঘুষ দেয়া ও নেয়া উভয়ই সমান অপরাধ। ভূমি সক্রান্ত মামলা (নামজারি, মিউটিশন) নির্ধারিত ফি দিয়ে আবেদন করলে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে বাধ্য থাকবে কতৃপক্ষ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে সেবা নিতে এসে কেউ হয়রানি হলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। এখন ভূমি অফিসে দালালের দৌরত্ব কমে গেছে। সেবা গ্রহীতারা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন। সঠিক নিয়মে আবেদন করলে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পৌছে দেওয়া হবে’।
“ভূমি সেবা ডিজিটাল বদলে যাবে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১১টায় বরিশালের বাবুগঞ্জে ভার্চুয়ালি উদ্ধোধন ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার,উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শাহজাহান খান প্রমূখ।
Leave a Reply