রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল) সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ স্টীল ব্রীজ এলাকায় দিনের বেলায় দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় স্টীল ব্রীজের পশ্চিম পাশে অবস্থিত মজিবর স্টোরে এ চুরির ঘটনা ঘটে। জানাযায়, মজিবর দোকানের ঝাপ আটকে নামাজে গেলে ওই সুযোগে চোর চক্র পিছনের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে।
এসময় ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজারের বেশি অর্থ ও ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির সিগারেট নিয়ে পালিয়ে যায় চোর চক্রটি। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
ঈদকে সামনে রেখে এধরনের চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্য দিবালকে চুরির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারন জনগন ।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশাকরি শিঘ্রই চোর চক্রটি গ্রেফতার করা সম্ভব হবে।
Leave a Reply