বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি:সভাপতি ,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদেও বিপরিতে ২২ জন প্রার্থীর ২২ হাজার পোষ্টার ও লিফলেটে ছেয়ে গেছে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরচর বাজারের অলিগলি ও পাশর্^বর্তী এলাকা।
বাজারে ঢুকতেই চোখে পরে দফায় দফায় গনসংযোগ ,লিফলেট ও ভোট প্রার্থনার দৃশ্য। শুক্রবার বিকালে সরজমিনে দেখা গেছে বাহেরচর বাজার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগন ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ওই দিন নেতাকর্মীদের সাথে নিয়ে গন-সংযোগ করেন সভাপতি প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে মোঃ মোবারক হোসেন সরদার ও (চেয়ার) প্রতীক নিয়ে শাহ আলম বেপারি। নির্বাচনের উদ্দিপনায় ভিন্নতা এনে দিয়েছে বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপুর আর্শিবাদপুষ্ট হেবিওয়েট সাধারণ সম্পাদক প্রার্থী সোহাগ মল্লিকের (গোলাপ) প্রতিকের প্রচারনা।
তিনি বাজারের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে ভোটারদেও কাছে ভোট প্রার্থনা করেন। তার পক্ষে শুক্রবার বিকালে গনসংযোগ করেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুখ বাবুল আকন , সহ-সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, দেহেরগতি জাপা সভাপতি কাজী মেজবাহ উদ্দিন সজল , উপজেলা যুব-সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার প্রমুখ।
অপর দিকে দপ্তর সম্পাদক পদে তরুন প্রার্থী জহিরুল ইসলাম ইকবাল (টেলিভিশন) প্রতীক নিয়ে মাঠ কাপাচ্ছেন। তিনি বাজারের টিউবওয়েল, ড্রেনেজ ব্যবস্থা ও সার্বিক বিষয় উন্নয়নের ওয়াদা দিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে সব প্রার্থীরাই নিজেদের কৌশল অবলম্বন করে ভোট মাঠ দখলে রাখার চেষ্টা করছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সুজন আহম্মেদ বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে সুষ্ট নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
Leave a Reply