শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল বাবুগঞ্জে বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জেলেদের বরাদ্দকৃত ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র্যাব-৮। উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম ব্যাপারীর ভবনে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। র্যাব দাবি করেছে, জেলেদের চাল ১০ কেজি করে কম দিয়ে তা আত্মসাৎ করেছে চেয়ারম্যান নূরে আলম ও তার দুই ভাই। এ ঘটনায় ২ ইউপি সদস্য যথাক্রমে মো. জাকির হোসেন মো. রোকনুজ্জামানকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সরকারি চাল আত্মসাৎ করায় চেয়ারম্যান নূরে আলম ব্যাপারীসহ ৪ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব-৮।
র্যাব-৮ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাবুগঞ্জ থানার ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সাধারণ জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাউল ওজনে কম দিয়ে আত্মসাৎ করেছে। এর ভিত্তিতে র্যাবের একটি আভিধানিক দল বুধবার দিবাগত গভীর রাতে কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামস্থ চেয়ারম্যান নূরে আলম বেপারীর তিন তলা বিল্ডিং এর নিচতলায় একটি রুমের মধ্যে সরকারি ১৮৪ বস্তা চাউল উদ্ধার করা হয়।
জানা যায়, সরকার কর্তৃক জেলেদের জন্য ভিজিডি ৪০ কেজি করে চাউল বরাদ্দ থাকলেও চেয়ারম্যান প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাউল ওজনে কম দিতেন। উক্ত ঘটনার সাথে জড়িত রয়েছে চেয়ারম্যানের দুই ভাই এবং ডিলার- জানায় র্যাব। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় ৪ আসামি হচ্ছে- চেয়ারম্যান নুরে আলম বেপারী(৪৫), তার ভাই মো. শাহে আলম(৩৮) ও (৩) মো. সামছুল আলম(৩০), এবং ডিলার মো. সেন্টু খাঁ(৪৫)। আসামি ৪জনই পলাতক রয়েছে। এদিকে চাল আত্মসাতের সাথে জড়িত ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন(৩২), এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান(৩৮) কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
Leave a Reply