শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে মাত্র ৭ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্খিত উপজেলা পরিষদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠছে। এই উপজেলায় ৫ জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করলেও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর আর্শিবাদপুষ্ট আওয়ামী সমার্থীত প্রার্থী মোঃ ইকবাল আহম্মেদ আজাদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজার, অফিস-আদালত, পারা-মহল্লায় তিনি ও তার কর্মী সমার্থকরা লিফলেট পৌছে দিয়ে ভোট প্রার্থনা করছেন। শনিবার বিকালে বাবুগঞ্জ বন্দরে গন-সংযোগকালে ইকবাল আহম্মেদ আজাদ সাংবাদিকদের বলেন, আমার নেতা দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে আমি এই পদে নির্বাচন করছি। আশা করি জনগন (টিউবওয়েল) প্রতীকে ভোট দিয়ে বাবুগঞ্জ উন্নয়নে সহযোগীতা করবেন।
বিগত দিনে যারা টিয়ার, কাবিখা, ওয়াদা খেলাফি,ঠিকাদারির নামে টেন্ডারবাজি কেলেঙ্কারিতে জরিয়েছে তাদেরকে জনগন ভোটের মাধ্যমে প্রত্যাখান করবেন। গনসংযোগকালে তার সাথে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply