বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ: বাবুগঞ্জের চাঁদপাশায় ২য় ধাপে আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও সোসাইটির প্রধান উপদেষ্টা ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস এবং সোসাাইটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আরিফ মাহমুদ এর সার্বিক সহায়তায় করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে ‘’খাদ্য সহায়তা কর্মসূচি”এর আওতায় ১৬৫ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতারন করা হয়েছে। ৪ মে সকালে ইউনিয়নের উচাপোল নামক স্থানে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আউয়াল -শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইন্সটাক্টর জাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সৈয়দ ফারুকুল, ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা প্রমুুখ।
অনুষ্ঠানে দেলোয়ার হোসেন রাঢ়ী বলেন, আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির একটি সামাজিক ও অার্থিক সেবা মূলক অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ, চিকিৎসা সেবা, কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তিপ্রদান সহ নানাবিধ জনসেবা মূলক কাজ করা হয়ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে বাবুগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে আজকে সহ মোট ৭০০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তা দিতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লা বাকি ২টি ইউনিয়ে খুব শিঘ্রই খাদ্য সহায়তা দিতে পারবো। এছাড়া মুলাদী উপজেলার পৌর এলাকা ও ৭ টি ইউনিয়নে ত্রান সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে। আপনারা সবাই আউয়াল – শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির জন্য দোয়া করবেন ভবিষ্যৎ এ যেন সমাজের অগ্রযাত্রায় অগ্রণী ভুমিকা রাখতে পারি।
Leave a Reply