বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় নিজেদের হাত খরচ বাঁচিয়ে এস.এস.সি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ৫৫ টি কর্মহীন পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনষ্টিটিউশন’র ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা এ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করেণ।
তারা দিনের বেলায় নয় রাতের আঁধারে পৌর শহরের ১০টি পরিবারের দুয়ারে এ উপহার সামগ্রী নিয়ে হাজির হন। শনিবার রাতে বাতি ৪৫টি উপহার নিয়ে তারা পৌঁছে যাবেন কোন না কোন কর্মহীন পরিবারের দুয়ারে। এস.এস.সি ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. রুবাব সরদারসহ অন্যরা জানিয়েছেন,তাদের পরিবারের কাছ থেকে পাওয়া পবিত্র রমজান মাসের হাত খরচের অর্থ নিজেরা খরচ না করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরতœ শেখ হাসিনার পক্ষে ক্ষুদ্র উপহার সামগ্রী মাত্র কয়েকটি পরিবারের মধ্যে দিতে পেরে নিজেদের কভিড-১৯ যুদ্ধের সর্বকনিষ্ঠ যোদ্ধা মনে করছেন। তারা আরও জানান দেশের মধ্যে দুর্যোগ দেখাদিলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শিখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগঘন কিছু বক্তৃতা শুনে। উল্লেখ্য ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা কোন কোন পরিবারে তাদের উপহার সামগ্রী দিয়েছেন তার কোন ছবি তোলেননি।
Leave a Reply