সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ভয়াল সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম তীব্র ভাঙ্গন কবলিত নদীর তীরবর্তী এলাকায় জিওব্যাগ ফেলার তরিৎ ব্যবস্থা গ্রহন করেছেন।
তাঁর নির্বাচনী এলাকা উজিরপুর উপজেলার লস্করপুর লঞ্চ টার্মিনালে যেতে রাস্তাটি নদী ভাঙ্গনের মুখে পড়ে। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি জানতে পেরে জরুরী ভিত্তিতে ভাঙ্গন কবলিত রাস্তাটি রক্ষায় ৪ হাজার ১৮টি বালু ভর্তি জিওব্যাগ ফেলেন ওই স্থানে।
রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার লস্করপুর লঞ্চ টার্মিনালে যাওয়ার রাস্তায় জিওব্যাগ ফেলার সময় বাঁচাতে ৪ হাজার ১৮টি বালুভর্তি জিওব্যাগ ফেলার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার মালেক সরদার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রুথেন,
যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, সুমম রায় সুমন, মাহাফুজ আহম্মেদ সাইফুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন ,পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা প্রমূখ।
এদিকে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি গ্রামে ৮ হাজার ৬শ ৬৬টি ও বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে আরো ৮ হাজার ৬শ ৬৬টি জিওব্যাগ শিঘ্রই ফেলা হবে বলে জানাগেছে।
Leave a Reply