শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ গ্রামকে ঢেলে সাজানোর দৃঢ় প্রত্যয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা এ শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি দেশপ্রেম,সততা,কর্তব্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের দায়িত্ব পালণ করার আহবান জানান।
শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,্ ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, মো. শহিদুল ইসলাম, মাষ্টার সিদ্দিকুর রহমান, সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ও শ্যামল চক্রবর্ত্তী, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহম্মেদ শাওন, পৌর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনা করেন।
Leave a Reply