সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
সুমন খান, বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় দুই মাদক ব্যবসায়ী ও সেবী স্বাভাবিক জীবনে ফিরতে থানায় আত্মসমর্পণ করেছে। রবিবার বেলা ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী ও সেবী রাজু হাওলাদার (৩১) ও সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের সুরাত আলী মৃধার ছেলে মাদক সেবী এস কে শামিম(২৫) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমানের কাছে এ আত্মসর্মপণ করেন।
ওসি এসময় তাদের ফুল দিয়ে স্বাভাবিক জীবনে স্বাগত ও শুভেচ্ছা জানান। এসময় থানার উপ-পরিদর্শক মোশারেফ হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা মাদক বিরোধী জোটের সভাপতি রাহাদ সুমন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সাংবাদিক শাহাদাৎ হোসেন আত্মসমর্পণকারী রাজুর বাবা ইউপি সদস্য ফরিদ হাওলাদার,বোন ফাতেমা আক্তার লুনা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) খলিলুর রহমান বলেন, সর্বনাশা মাদকের নীল ছোবল থেকে মুক্ত হয়ে যারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের জীবন মান উন্নয়নে কর্মসংস্থান সহ সার্বিক সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত মাদক ব্যবসায়ী ও সেবী রাজু হাওলাদারকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসর্মপণের জন্য বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা মাদক বিরোধী জোটের সভাপতি রাহাদ সুমন উৎসাহিত করেন।
Leave a Reply