মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
বানরীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন জুয়েল ফকিরকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতা জুয়েল ফকিরের বড় ভাই মো. বাদশা ফকির অভিযোগ করেন একটি মাহফিলের কমিটি, স্থানীয় রাজনীতি ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার সেলিম বেপারী (৪৫), মো. আরিফুল ইসলাম রনি (৩৮), শাহাদাত ফকির (৪০), সৈকত ফকির (৩৯), শফিকুল ইসলাম (৪৫) ও মামুন সরদার (৩৮) পূর্বপরিকল্পিত ভাবে ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গরদ্দার গ্রামের ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের বাড়ির সামনে একা পেয়ে হাতুড়ি দিয়ে জুয়েল ফকিরের ওপরে অতর্কিত হামলা চালায়।
এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উল্লেখিত ৬জনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply