বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সুমন খান ,বানারীপাড়া প্রতিনিধি॥বানারীপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্যাটেলাইট টিভি চ্যানেল এসটিভি বাংলার বরিশাল বিভাগীয় প্রধান (ব্যুরো চিফ) রাহাদ সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তিনি সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া-স্বরূপকাঠি নির্বাচনী এলাকার ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট’র এম.এল.এ জয়নুল আবেদীনের মেয়ে ও বিসিআইসি’র সাবেক কর্মকর্তা আশ্রাফুন্নেচ্ছা, বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম হায়দার, সমাজ সেবক হুমায়ুন কবির, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন বালী, প্রচার সম্পাদক শাহ জালাল বাবু প্রমূখ।
Leave a Reply