মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া॥ বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের সৈয়দকাঠি(পূর্ব) গ্রামের খাদিজা বেগম(২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, শুক্রবার সকালে সৈয়দকাঠি(পূর্ব) গ্রামে ঘরের আড়ার সঙ্গে মালয়েশিয়া প্রবাসী সোহাগ মৃধার স্ত্রী খাদিজার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুরে ওসি খলিলুর রহমান, ওসি(তদন্ত) জাফর আহমেদ ও লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খোন্দকার আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছরের এক কন্যা সন্তানের জননী খাদিজার সঙ্গে ফুফাতো দেবর সুমনের পরকীয় সম্পর্ক থাকার বিষয় নিয়ে শাশুড়ি, ননদ ও সদ্য মালয়েশিয়া থেকে আসা দেবর জলিলের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিলো। এ বিষয়ে নালিশ জানাতে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জলিল স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধার কাছে যাওয়ার কিছুক্ষণ পরে নিজ ঘরে খাদিজার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
খাদিজা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের সালাম খন্দকারের মেয়ে। লোকলজ্জার ভয়ে খাদিজা আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ প্রসঙ্গে ওসি খলিলুর রহমান জানান, খাদিজার মৃত্যু রহস্য উদঘাটনে শনিবার সকালে তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply