মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা যেন চোর-ডাকাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক দুঃসাহসিক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের পর এবার পূর্বপাড়েও সশস্ত্র ডাকাতদের তাণ্ডব শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাইশারী ইউনিয়নে পরপর তিনটি বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই, শনিবার (৩ মে) দিবাগত গভীর রাতে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে তালুকদার বাড়িতে দুইটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ডাকাতি হওয়া দুটি বাড়ির মধ্যে একটি প্রয়াত আবু হোসেন তালুকদারের এবং অপরটি তার চাচাতো ভাই আজাদ তালুকদারের। রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের দুইটি গ্রুপ ৫-৬ জন করে জানালার গ্রিল কেটে ও দরজা খুলে ঘরে ঢুকে পড়ে।
আজাদ তালুকদারের পরিবারে ঢুকে তারা তাকে, তার স্ত্রী মনিরা বেগম (ক্যান্সার আক্রান্ত) এবং ছেলে সাকিবকে হাত-পা বেঁধে জিম্মি করে। এসময় আজাদ ও সাকিবকে মারধর করা হয়। তবে মনিরা বেগম অসুস্থ জেনে তাকে পানি পান করিয়ে ডাকাতরা কিছুটা সহানুভূতি দেখায়। ওই বাসা থেকে ৬ হাজার টাকা ও দুটি দামি মোবাইল ফোন লুট করে নেয়।
একই সময়ে প্রয়াত আবু হোসেন তালুকদারের স্ত্রী হাফিজা বেগম, পুত্রবধূ ফারিহা এবং আড়াই বছরের নাতনি মেহেরিনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা দুটি আলমারি ও সোকেশ ভেঙে নগদ দেড় লাখ টাকা, দেড় হাজার মার্কিন ডলার, ১৮ শত সৌদি রিয়াল, প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচটি দামি মোবাইল ফোনসহ মালামাল লুট করে।
শিশু মেহেরিন কান্নাকাটি করলে তাকে ও তার মাকে হত্যার হুমকি দেয় ডাকাতরা। অ্যাজমা আক্রান্ত হাফিজা বেগম নিঃশ্বাস বন্ধ হয়ে পড়লে ভয়ে তারা আলমারির চাবি দিয়ে দেন।
রবিবার (৪ মে) সকালে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল ইসলাম ও বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ভুক্তভোগী মেহেদী হাসান রাজ ও সাকিব তালুকদার রবিবার বিকেলে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply