শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র মেম্বর প্রার্থী মোকছেদ আকন (মোরগ প্রতীক) ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ হোসেন (ফুটবল) পেয়েছেন ৪০১ ভোট। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মামুন হোসেন আকন (আপেল) পেয়েছেন ৩৮১ ভোট। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ২১নং বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন জানান, বাটনা ১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭শ ৫৪ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১২শ’ ৭০ জন ভোটার। এতে ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেম্বর নির্বাচিত হয়েছেন মোকছেদ আকন।
এদিকে মেম্বর পদে উপ-নির্বাচন হলেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হলেও সোয়া ৯টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এছাড়া ভোট কেন্দ্রে কোন ধরণের ঝুট ঝামেলা যাতে না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সদর উপজেলা এসিল্যান্ড মেহেদি হাসান ও কাউনিয়া থানার ওসি আজিমুল করিম, মহানগর গোয়েন্দা (ডিবি)’র ওসি হরিদাস নাগ ও বন্দর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। এছাড়া দুপুর ১২টার দিকে জেলা সিনিঃ নির্বাচন কর্মকর্তা নুরুল আলম এবং রিটার্নিং অফিসার আঃ মান্নান ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য আ’লীগ সমর্থিত সাবেক মেম্বর আলতাফ হোসেন মারা গেলে ১নং ওয়ার্ড বাটনায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply