সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রেজওয়ানুর আলম বলেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি যাদের প্রত্যেকের ফলাফল নেগেটিভ এসেছে কিন্তু যে দু জনের পজিটিভ এসেছে তাদের নমুনা সরাসরি বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, যে দু জন করোনা পজিটিভ তাদের প্রথম জন সুস্থ হলেও দ্বিতীয় ব্যক্তি মেডিকেল অফিসার। তিনি একমাস আগে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেপুটেশনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে দায়িত্বরত ছিলেন। সেখান থেকে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও তার বাড়ি ও শ্বশুর বাড়ি লকডাউন করে সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply