শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট থেকে রেনুপোনা বহনকারী পিকাপ আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জব্দ সেই রেনুপোনা আজ শনিবার দুপুরে তুলাতলী নদীতে অবমুক্ত করেন।
জানা গেছে, স্থানীয় জনসাধারণ আজ শনিবার সকাল ৬ টার সময় ডিঙ্গারহাট নামক স্থানে রেনুপোনা বহনকারী পিকাপ আটক করে। পিকআপ ড্রাইভার অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায়। স্থানীয়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়কে জানান।
পরবতিতে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসানকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে পিকআপসহ ৪ টি ড্রাম জব্দ হয়। পরবর্তিতে ড্রামের রেনু পোনাগুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।
এ প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন মৎস্য হ্যাচারি আইন-২০১০ মোতাবেক রেনু পোনা নিবন্ধন ব্যাতিত কোন হ্যাচারি এর উৎপাদন, পরিবহন ও বিপনন করতে পারবে না। এ ছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষ্ণণ আইন-১৯৫০ মোতাবেক রেনুপোনা বা অতি ক্ষুদ্রাকৃতির মাছ মারা বা বিক্রয় আইনত দণ্ডনীয়।
Leave a Reply