মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে সালিশ বণ্টন শেষ করে বাড়ি ফেরার পথে আপ্তের খান (৫৫) নামে স্থানীয় এক সার্ভেয়ারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা বাজারের পশ্চিম পাশে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিশুরী ইউনিয়নের আড়াইনাও গ্রামের ফজলু হাজীর বাড়ি মাপজোক ও ভাগ বণ্টন শেষ করে সন্ধ্যায় সিংহেরাকাঠি এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিলেন আপ্তের খান। পথে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকার পৌঁছালে রাস্তার উপরে কলাগাছ ফেলে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ঝোপের মধ্যে পালিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে। একপর্যায়ে তাকে পাতাবনের ডোবার ফেলে রেখে যায়। এক পথচারী ওই পথ দিয়ে যাওয়ার সময় ‘মাগো-বাবাগো’ শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে আপ্তের খানকে দেখতে পান। এ সময় পথচারীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে কালিশুরী স্লোব হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মো. আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত এ বিষয়ে আমরা কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply