বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে একটি মসজিদ, ৫১ ব্যবসা প্রতিষ্ঠান ও একই বাড়ির ৫টি ঘর মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এসব স্থাপনা। এছাড়াও ধুলিয়া দাখিল মাদরাসার এক-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ওই এলাকার মানুষ এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন।
জানা গেছে, ৪০ বছর ধরে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনের শিকার হচ্ছে ধুলিয়া ইউপি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, গত ১৮ আগস্ট একনেকের সভায় বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে বাকেরগঞ্জের দুর্গাপাশা পর্যন্ত ভাঙন রোধের জন্য ৭১২ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। চলতি বছর জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
এলাকাবাসী দ্রুত ওই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply