শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস উপলক্ষে লকডাউন না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪১ জনকে অর্থদন্ড করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শারীরিক ও সামাজিক দুরত্ব না মানা, অযথা বাহিরে ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা এবং চায়ের দোকানে আড্ডা দেয়ার অপরাধে বাউফল পৌর শহর ও কালাইয়া বন্দরের ৩২ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রত্যেককে অর্থদন্ড করে ছেড়ে দেন।
আটককৃতদের কাছ থেকে অর্থদন্ড করা হয় ৮৭ হাজার ৪শত ৫০টাকা। অপরদিকে আইন অমান্য করে উপজেলার আদাবাড়িয়া বাজারে ব্যাবসা প্রতিষ্ঠান খুলে রাখার অপরাধে সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী ৯ জনকে আটক করেন।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ২৪ হাজার টাকা অর্থদন্ড করেন। পৃথক ওই মোবাইল কোর্টে মোট ১ লাখ ১১ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক ঘোষিত লকডাউনকে বাস্তবায়ন করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply