সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
দুমকী প্রতিনিধিঃ তরিকুল ইসলাম।। করোনা ভাইরাসে সংক্রমণে চরম সংকটে দেশের অধিকাংশ মানুষ। দেশের ক্রান্তিলগ্নে ঘর থেকে বের হয়ে উপার্জন করতে পারছে না এসব খেটে খাওয়া মানুষ জন। এমন পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর নির্দেশে দুমকী উপজেলা যুবদলের কর্তৃক দুমকীর অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করেছেন।
বুধবার (৬ই মে) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি জনের মাঝে চাল,ডাল, চিনি, সাবান, সোয়াবিন তৈল ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।
দুমকী উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও যুবদলের সিনিয়র সহসভাপতি মো.জসিম উদ্দিন এর নেতৃত্বে তার নিজ বাস ভবনের সামনে থেকে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এসময় তিনি বলেন, “পুরো দেশ আজ করোনাভাইরাস(কোভিড-১৯) এ স্তব্ধ হয়ে গেছে ৷ ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।
দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই ধারাবাহিকতায় আমাদের এই ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম চলমান।
এসময় আরো উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন সম্ভু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.শহীদ সরদার, শ্রীরামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি সৈয়দ আমির হোসেন, সাধারন সম্পাদক মো. আমির হোসেন খান ও যুবনেতা মো.শাহীন খানসহ আরো অনেক নেতা কর্মী ।
Leave a Reply