বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ সন্ধা,সুগন্দা ও আরিয়াল খাঁ নদী বেষ্টিত বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বদাই আলোচনা-সমালোচনায় থাকে তুঙ্গে। হাট-বাজার,পাড়া-মহল্লা,অফিস-আদলতে চলছে চুলচেড়া বিশ্লেষন জাতীয় নির্বাচন কে ঘিরে। দোকান-পাটে চায়ের কাপে ঝড় তুলছেন নেতা-কর্মীসহ সাধারন ভোটাররা। স্বাধীনতার পর থেকে প্রতিবারই হিসাব সমিকরন পাল্টে দিয়ে ভোটের যুদ্ধে বিজয়ী হয়েছেন জনপ্রতিনিধিরা। এ পর্যন্ত আসনটি থেকে বিএনপি’র এ্যাড মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও (বর্তমানে ) ওয়ার্কাসপার্টির এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এর আগে বাবুগঞ্জ-উজিরপুর নিয়ে গঠিত আসনটিতে ওয়ার্কাসপার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সতন্ত্র প্রার্থী গোলাম ফারুখ অভি সংসদে প্রতিনিধিত্ব করেন। এভাবে ঘুরে ফিরে জোট মহা-জোটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আসনটি। এ ক্ষেত্রে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলগ বঞ্চিত হয়েছে প্রতিবারই। অসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিবারের ন্যায় এবারও বেশ কয়েকজন আওয়ামী মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের মধ্যে সাবেক সচিব ও প্রবীণ আওয়ামী নেতা সিরাজ উদ্দিন আহাম্মেদ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান নির্বাচনি মাঠে সমর্থন চেয়ে জোর প্রচারানা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহন নিয়ে শংকায় থাকায় মাঠ পর্যায় নেতাদের প্রচারনায় পায়া যাচ্ছে না।এদিকে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বাসীকে স্বপ্ন দেখাচ্ছেন স্বতন্ত্র পার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান। উন্নয়নের স্বার্থে জোট-মহা-জোটের বন্দীদশা থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালো প্রচারনার মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন তিনি। সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান দূর্গা উৎসবে তার স্বতঃস্পূর্ত অংশগ্রহন ও আর্থিক অনুদান ও উপজেলা দুইটির মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান নজর কেরেছে সাধারনের। এছাড়া দুই উপজেলায় নিজ চেষ্টায় ৪৫ কিঃমি পিচ ঢালাই রাস্তা ও প্রায় অর্ধশতাধীক শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে আর্থিক সহায়তা এবং বিভিন্ন দপ্তরে দৌড়-ঝাপ করে ভবন নির্মান করে ভোটারদের হৃদয়ে জায়গা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আতিকুর রহমানের অনুসারীরা। মুলাদী ও বাবুগঞ্জের ১৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভার প্রত্যান্ত অঞ্চলে,হাট-বাজারে গন-সংযোগ ,পথসভা ও লিফলেট বিতরন করে আলোচনার তুঙ্গে রয়েছে বলে জানা গেছে।ইতিমধ্যে বিশাল কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন এলাকায় মটর সাইকেল শোভা যাত্রা করে নজর কেরেছেন তৃণমূলের। মাঠ পর্যায়ে দেখা গেছে,তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী,ওয়ার্কার্স পার্টির বেশ কিছু নেতাকর্মীরা তার সমর্থনে প্রচার প্রচারনায় অংশ গ্রহন করছেন। যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান বলেন,দল-মতের উর্দ্ধে উঠে বরিশাল- ৩ আসনের অবহেলীত মানুষের সার্থে সংসদে কথা বলার সুযোগ চাই। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের সৎ ইচ্ছা না থাকায় সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এ অঞ্চলের মানুষ। উন্নয়ন করতে হলে মানুষিকতা থাকতে হবে। দপ্তরে দপ্তরে গিয়ে ধরনা ধরে প্রকল্প আনতে হয়। যা বিগত দিনে এখানের জনপ্রতিনিধিরা কেউ করেনি। উন্নয়ন বঞ্চিত নদী বেষ্টিত এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করতে চান তিনি।
Leave a Reply