রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
সুমন খান,বানারীপাড়াঃএকাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়। গণভবন থেকে রাত সাড়ে ১০টার দিকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য একযোগে ৪১ জনের নাম ঘোষণা করেন তিনি। বরিশাল বিভাগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সাবেক সহ সম্পাদক সৈয়দা রুবিনা আক্তার মিরার নাম ঘোষণা করা হয়। সৈয়দা রুবিনা আক্তার মিরা বাংলাদেশ ছাএলীগের সার্জেন্ট জহিরুল হক হলের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচিত সাবেক জিএস ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সহ সম্পাদক মোশারেফ হোসেন রাজার সহধর্মিনী।
সৈয়দা রুবিনা আক্তার মিরা ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী তিনি সৈরাচার বিরোধী আন্দোলন থেকে বর্বরোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আহতদের উদ্ধার কর্মী হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রানভোমড়া হিসেবে পরিচিত রুবিনা মিরা দলের দুঃসময়ে কারাবরন করেছেন বহুবার এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ করতে গিয়ে তিনি হারিয়েছেন তার দুই সহোদর’কে।
সৈয়দা রুবিনা আক্তার মিরা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বরিশাল জেলার সর্বস্তরের নেতাকর্মীরা।
Leave a Reply