রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
গতকাল নগরীর জেলা শিক্ষা প্রশাসনের উদ্দোগে সকাল ১১ টায় এ.কে স্কুল হলরুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আছমত আলী খান এ.কে ইনিষ্ট্িিটউশনের প্রধান শিক্ষক ও হেড টিচার ফোরামের সাধারণ সম্পাদক এইচ.এম জসীম উদ্দীন। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। আরো বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আছমত আলী খান এ.কে ইনিষ্টিটিউশনের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আঞ্চলিক পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা আজ পিতা হারা বাংলাদেশে বসবাস করছি। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট একদল বিপদগামী ঘাতক দালালদের হাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারবর্গ শাহাদাৎ বরণ করেন।
তখন থেকেই দেশ পিতা হারা হয়ে পড়েছে। তাই পিতার আদর্শ বুকে ধারন করে আমাদেরকে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দিতে গিয়ে এইচ.এম জসীম উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তার আদর্শ বুকে ধারণ করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী শিখাতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হব। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের জন্য পরকালীন জীবনে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply