শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ এইচএসসি ২০২৫ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল গত বছরের তুলনায় বড় ধরনের পতন দেখিয়েছে। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ, যা ২০২৪ সালের ৮১ দশমিক ৮৫ শতাংশ থেকে প্রায় ২০ শতাংশ কম।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেন।
বরিশাল বিভাগের ছয় জেলার আওতাধীন ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৬৬ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক কম, যা শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি বা প্রশ্নপত্রের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল তৈরিতে ‘বাস্তব মূল্যায়ন’ নীতি অনুসরণ করা হয়েছে।
Leave a Reply