শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি -১ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন , আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি তখন এ অঞ্চলে , বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল (বিএনপি) থাকবে না। শেখ হাসিনার এই আস্থা আমার উপর আছে। আমি অলরেডি কাঁঠালিয়ার সকল বিএনপির লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে দু-একটা নাবালোক এদিক ওদিক ঘোড়া ফেরা করতেছে। আমি যখন এই দলে এসেছি তারাও আমার সাথে এই দলে এসে যাবে।
এ ছাড়াও তিনি আরো বলেন, আমি হারুন সাহেবের বাড়া ভাতে ভাগ বসাতে আসিনাই। আমি হারুন ভাইকে বলেছি আপনার কোনো কাজে বাধা দিতে আসি নাই। গনতন্ত্র ঐ দেশের জন্য প্রয়োজন যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না, যে দেশের মানুষ ছাদের নিচে ঘুমায়, যে দেশের মোটামুটি লেখাপড়া জানে পেপার পত্রিকা পড়ে পৃথীবি সর্ম্পকে ধারণা নেয় তাদের জন্য গনতন্ত্র। আমার দেশের গনতন্ত্র হবে আমাদের দেশের লোকে যেটা অনুভব করে সেই হিসেবে। আমাদের দেশের লোকে চায় সুখে শান্তিতে থাকতে। সামনে নির্বাচন হবে।
বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন সভাপতিত্ব করেন।
তিনি বলেন , মানব জাতি এই নৌকায় চড়েই ভেসেছিলো। এই নৌকা সেই নূহু নবী’র নৌকা। এই নৌকা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর নৌকা। নেত্রী যেহেতু শাহজাহান ওমর সাহেবের নৌকা দিয়েছেন এখন আমরা দুজনেই এক হয়ে এই অঞ্চলের উন্নয়ন করবো।
এসময় বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বদু সিকদার, মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,কাঁঠালিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার,রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু।
এ সময় রাজাপুর ও কাঁঠালিয়ার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply