বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর অলি গলিতে বিভিন্ন অনুষ্ঠনে গান-বাজনা-নাচের আসর দেখা যেতো। লকডাউনের জন্য সে সবই বন্ধ। ফলে এই পরিস্থিতি মানিয়ে নিতে সমস্যা হচ্ছে সাংস্কৃতিমনস্ক মানুষদের ।
তার থেকেও বড় সমস্যায় পড়েছেন ডেকরেটর ব্যবসায়ীরা। নানা অনুষ্ঠানে মঞ্চ বাঁধেন এঁরা। চেয়ার-টেবিল দেন। আলো, শব্দ প্রক্ষেপণের জন্য ডাক পড়ে এঁদের। কিন্তু কোনও কাজই এখন হচ্ছে না।
নগরীতে সাড়ে চার হাজর মানুষ রয়েছে যাঁরা আলো, শব্দ-সহ ডেকরেটরের আরও নানা সরঞ্জামের ব্যবসা করেন।
তাদের সংস্থায় শ্রমিকের সংখ্যাটাও কম নয়। ব্যবসা বন্ধ থাকায় কর্মীদের ধরে রাখতে সামান্য টাকা দিচ্ছেন কেউ কেউ। কিন্তু এ ভাবে টানা বেশি দিন যাবে , তা বুঝতে পারেননি শ্রমিক -মালিক দু’পক্ষই।
ব্যবসায়ীদের পক্ষে কামাল, কবির ভয়েস অব বরিশালকে জানান, করোনাভাইরাসে লকডাউনের জন্য কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। স্টাফদের পরিবারের অবস্থাও খারাপ। ‘‘বৃষ্টিতে বাঁশ নষ্ট হয়ে যাচ্ছে।
নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার কামাল ভয়েস অব বরিশালকে জানান,‘‘ডিজিটাল সাউন্ড সিস্টেম ধুলো পড়ে নষ্ট হতে চলেছে। সামাজিক অনুষ্ঠান বন্ধ। লকডাউন উঠলেও এই ব্যবসা চলা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আনন্দ অনুষ্ঠানের জন্য এই পরিস্থিতিতে কে আর টাকা খরচ করবেন!’’
সবুজ মাইক ও সাউন্ড, জানালেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে সরঞ্জাম কিনেছিলেন। কয়েক মাস ধরে কোনও ভাড়া নেই। মালিক-কর্মীদের অনুদানের ব্যবস্থা করা হোক বলে দাবী তাদের ।
Leave a Reply