বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস পরিস্থিতি রোধে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এবার বরিশাল নগরীতে বসবাসকারী ৩০৩ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ.লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল নগর শাখার দেয়া তালিকা অনুসারে এ খাদ্য সহায়তা বিতরন শুরু হয় রবিবার রাতে।
প্রথমদিন তারাবি নামাজের পরপরই এ কার্যক্রম শুরু করা হয়। নগরীর ১ নম্বর থেকে ২০ নম্বর ওয়ার্ডের মসজিদ ও বসতবাড়ীতে থাকা ইমাম ও মুয়াজ্জিমদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডের মোট ৩০৩ জন ইমাম, মুয়াজ্জিমকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার কার্যক্রম আজ শেষ হবে।
Leave a Reply