মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অভিজাত পোশাক বিতান টপটেনের শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় আরও ১৪জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল শহরসহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে প্রবেশদ্বারগুলো সাড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই গ্রেপ্তার অভিযানে অংশ নেয় কোতয়ালি পুলিশের ৮টি টিম, ডিবি পুলিশের দুটি ও র্যাবের আরও দুটি টিম। গ্রেপ্তার অভিযানের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা মীর আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন। সবমিলিয়ে এই আলোচিত মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে সোমবার বিকেলে বরিশাল কোতয়ালি মডেল থানায় হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন শাখা ব্যবস্থাপক ইমরান শেখ। এতে ৫ জনের নামে উল্লেখসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য ঘটনায় প্রকাশ ও সিসি টিভির ক্যামেরা ফুটেজে দেখা যায়, হঠাৎ বাসন্তি রংয়ের পাঞ্জাবি পরা একব্যক্তির নেতৃত্বে অর্ধ শতাধিক তরুণ একযোগে রোববার সন্ধ্যারাতে বরিশাল শহরের সদর রোডস্থ টপটেন শো রুমে ঢোকে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা বিল পরিশোধ না করে ছাত্রলীগ নেতার নাম বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় টপ টেন কর্মীরা বাধা দিলে তারা কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ভাঙচুর এবং লুটপাট করে তারা।
ওই ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে বলে জানান টপ টেনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জুনায়েদ হোসাইন বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।
আলোচিত এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান শুরু থেকেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে আসছিলেন। শীর্ষপুলিশ কর্মকর্তার সেই ঘোষণা মতে মাঠপুলিশ নগরীতে গত ২৪ ঘণ্টায় রুদ্ধদার অভিযান চালিয়েছে। এবং বাকি আসামিদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত রেখেছে।
Leave a Reply