সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মানুষকে ঘরে রাখতে প্রচার প্রচারণা থেকে শুরু করে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। কিন্তু বিশেষজ্ঞদের সেই পরামর্শ বা সরকারের নির্দেশনা মানছে না অনেকেই। বিভিন্ন অজুহাতে বাইরে বের হয়ে আড্ডা দিচ্ছেন কেউ কেউ।
বরিশাল ঘুরে দেখা গেছে, কিছুদিন আগের তুলনায় রোববার ও সোমবার রাস্তাঘাটে জনসাধারণের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। কেউ আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে। আবার কেউ ফাকা রাস্তায় ঘুরছেন। গত কয়েকদিন টানা বাড়িতে অবস্থান করে হাপিয়ে উঠেছেন কেউ কেউ; তাই বের হয়েছেন রাস্তায়। জরুরি প্রয়োজনে বের হওয়া কিংবা কর্মজীবী মানুষের সংখ্যাও নেহাত কম নয়।
গীর্জামহল্লা, সদর রোড, কাকলীর মোড়, বগুড়া রোড এলাকায় বেশ কয়েক জনের সঙ্গে কথা হয়। তারা জানায়, অনেকদিন বাসা থেকে বের হইনি। কিন্তু কতক্ষণ বাসায় থাকা যায়। তাই একটু হাটাহাটি করতে বাসার নিচে নামলাম। আবার কেউ কেউ বাজার করতে বের হয়েছেন বলে জানান।
নগরীর পোর্ট রোড এলাকায় খোলা রয়েছে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। সেখানেও ক্রেতার সংখ্যা নেহাত কম নয়। এখানে আসা সোহেল রানা নামে একজন জানান, পাঁচদিন আগে বাজার করেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে ইচ্ছা না করলেও বাধ্য হয়েই বের হয়েছি।
একই এলাকায় একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন রিকশাচালক। স্থানীয় কয়েকজন তরুণও ছিল সেখানে। চায়ের দোকানে রিকশাচালকের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের তুলনায় আজ (সোমবার) আয় বেশি হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় তাদের যাত্রীর সংখ্যাও বেশি বলে দাবি করেছেন তারা।
এদিকে নগরীর রূপাতলী এলাকার কেরানী বাড়ির পোলে দেখা যাচ্ছে, নিরাপত্তার অজুহাতে অতিউৎসাহী লোকজন গাছ ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে কর্মহীন ও দরিদ্রদের মানুষকে সেবা দিতে সমস্যায় পড়েছেন খাদ্যসামগ্রী সরবরাহকারী ও স্বাস্থ্যকর্মীরা।
Leave a Reply