বরিশাল জেলা বাসদ চালু করেছে এক মুঠো চালের আন্দোলন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বরিশাল জেলা বাসদ চালু করেছে এক মুঠো চালের আন্দোলন

বরিশাল জেলা বাসদ চালু করেছে এক মুঠো চালের আন্দোলন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ না খেয়ে একজন মানুষের মৃত্যু মানে আমাদের বিবেকের মৃত্যু’ এশ্লোগানকে সামনে রেরখে আজ থেকে বরিশাল নগরীতে শুরু করেছি এক মুঠো চাল আন্দোলন। এলক্ষে আমরা প্রার্থমিক প্রর্যায়ে এই দূর্যোগের সময়ে চাল সংগ্রহের জন্য ২ হাজার ব্যাগ বিভিন্ন বাসা-বাড়িতে সরবরাহের মাধ্যমে সংগ্রহ করা হবে এক মুঠো চাল। আসুন আমরা এক মুঠো খাবার কম খেয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াই এবং রান্নার পূর্বে অসহায় মানুষের জন্য এক মুঠো চাল ব্যাগে রাখার জন্য নগরবাশীর প্রতি আহবান জানান।

 

 

অন্যদিকে একই সময়ে বরিশালে শ্রমজীবী নিম্নবিত্ত দরিদ্র মানুষের জন্য অবিলম্বে ফ্রি রেশনিঙ এর মাধ্যমে এই দূর্যোগপূর্ণ সময়ের জন্য চাল,ডাল,তেল,আলু,লবন, সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি সরবরাহ নিশ্চিত করতে হবে।
সকল নাগরীকদের জন্য জীবানুনাশক তরল, মাক্স বিনামূল্যে সরবরাহ করতে হবে।

 

সকল এনজিও ও ব্যাংক থেকে ণের কিস্তির টাকা মওকুফ করার ব্যবস্থ গ্রহন করতে হবে।বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করতে হবে।পাশাপশি আইসিইউ চালু করা, ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করা সহ ৬ দফা দাবী পুরন করার আহবান জানিয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

 

 

আজ মঙ্গলবার (২৪ই) মার্চ দুপুর সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দাড়িয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবী জানান বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন,রিক্সা ভ্যানচালক ইউনিয়ন সভাপতি দুলাল মল্লিক,জাহাঙ্গীর হোসেন দিদার,শহিদুল ইসলাম,মাফিয়া বেগম ও বাসদ সদস্য সুজন আহমেদ। এসময় মনিষা চক্রবর্তী আরো বলেন, এক মুঠো চাল আন্দোলনের খবর সারাদেশে বিবেকবান মানুষের কাছে পৌছে দিয়ে বিভিন্ন এলাকাতেও এধরনের উদ্যোগ নেয়ার প্রত্যাশা কামনা করেন। বাদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সরকারের উদাসিনতার তীব্র সমলোচনা করেন পাশাপশি দে;শে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান।

এসময় সকলকে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করি একই সময়ে একজনও মানুষ যেন এই সময়ে না খেরে মারা যেতে না পারে সেদিকে সকলকে সাধারন অসহায় মানুষের পাশে এসে দাড়াবার প্রত্যশা কামনা করেন। এর পূর্বে সকাল থেকে দলীয় কার্যলয় ফকিরবাড়ি ও নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানুষের মাঝে জীবানুনাশক হ্যান্ডওয়াস এবং করোনা রোধে কার্যকরী জীবানুনাশক ব্লিচ লিকুইড তৈরী করে নগরীর বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে বিতরন করা হয়।

একই সময়ে নগরীর সদররোড,কাউনিয়া ব্রাঞ্চরোড সহ বিভিন্নস্থানে বরিশালের স্থানীয় মুক্তিযুদ্ধের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সৌজন্যে ও বীর মুক্তিযোদ্ধা ৯নং সেক্টর উপ-কমান্ডার ক্যাপ্টেন (অবঃ) নুরুল হুদা অর্থায়নে সাধারন পথচারী ও কলোনী বািশীদের মাঝে বল সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ সহ বিভিন্ন সংবাদ কর্মীরা। এছাড়া শহরে মাক্স বিতরন করেন গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু ও সংগঠনের সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD