বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি করেছে জেলা প্রশাসন।এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিষয়টি বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান নিশ্চিত করে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করেন।এর আগে শেবাচিমে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন তিনি।
Leave a Reply