রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জালাল হাওলাদার নামের ওই ধর্ষককে বুধবার (১৯ মে) বিকালে গ্রেপ্তার করেছে। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী।
জানা গেছে, উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড হানুয়া বারপাইকা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে চার সন্তানের জনক লম্পট জালাল হাওলাদার (৩৫) একই গ্রামের রাজমিস্ত্রির চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় একা পেয়ে পানি খাওয়ার কথা বলে তাদের বসতঘরে প্রবেশ করে।
এসময় সে ওই ছাত্রীকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে লম্পট জালাল দৌঁড়ে পালিয়ে যায়। ভিকটিমের পরিবার ভূমিহীন হিসেবে সরকারিভাবে পাওয়া জমিতে বসবাস করছেন। তার বাবা রাজমিস্ত্রি ও মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এদিকে ধর্ষণের এ ঘটনাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
পরে এলাকাবাসী জানতে পেরে ধর্ষক জালালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৯ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান বলেন, ভিকটিমের বাবা বাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। লম্পট জালাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
Leave a Reply