শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
তিন টাকা মুল্যের সিঙ্গারা বরিশালে নতুন আকর্ষণ হয়েছে। যদিও সকালে ঘুম থেকে উঠার পর পর নাস্তা হয়ে দারায় ময়দা তৈরি রুটি।এ সময় কার তরুণ-তরুণীদের জনপ্রিয় হয়ে উঠেছে ময়দা তৈরি সিঙ্গারা। তিন টাকা মুল্যের সিঙ্গারা উৎপত্তি হয়ে ছিলো বরিশাল নগরীর নতুন বাজার এলাকার হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের মাঝ থেকে গবিন্দ নামে এক ব্যাক্তি প্রথমে ২ টাকায় বিক্রি করেন তবে তিনি বেঁচে নেই নগর জুড়ে রয়েছে তার সৃতি।
হিন্দু সম্প্রদায়ের গবিন্দ প্রথমে ২ টাকায় বিক্রি করলেও বাজার পরিবর্তন হওয়ার কারনে এখন তা তিন টাকায় দাড়িয়েছে। কম টাকার মুল্যে সিঙ্গারা খেতে যেন মানুষের ডল দেখা যায় নগর জুড়ে।বিশেষ করে ,৩০ গোডাউন এলাকার বশির ৩ টাকা দামে সিঙ্গারা বিক্রি করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।শুধু বশির নয় রযেছে বশিরের মত অসংখ্য যুবক তারা ভালো সফলতা লাভ করেছেন।এদিকে ৩০ গোডাউন ছাড়াও রয়েছে সদর রোডের বিবির পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে।
Leave a Reply