সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি কর্পোরেশনর ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর পক্ষে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে এক ছাত্রলীগ কর্মীকে জরিমানা করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ নেতারা জরিমানার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় এর ভ্রাম্যমান আদালতে ওই ছাত্রলীগ কর্মীকে জরিমানা করা হয়।
আজ শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ১৭নং ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত হওয়া ছাত্রলীগ কর্মী ইকবাল হোসেন (২৫) মেহেন্দিগঞ্জ উপজেলার নয়নপুর-চাঁদপুর গ্রামের সুমন মোল্লার ছেলে। সে ওই উপজেলার ছাত্রলীগ কর্মী বলে জানাগেছে।
সিটি কলেজ ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় জানান, ভোট চলাকালিন সময় ইকবাল হোসেন নামের ওই যুবক কেন্দ্রে অনুপ্রবেশ করে। এ অপরাধে তাকে ধরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কর্মকান্ড করবে না বলে মুচলেকা দিয়েছে ওই যুবক।
স্থানীয় সূত্রে জানাগেছে, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত সাধারণ কাউন্সিলর প্রার্থী গাজী আক্তারুজ্জামান হিরু ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গায়েত্রী সরকার পাখি’র পক্ষে জাল ভোট দিতে অবৈধ ভাবে কেন্দ্রে প্রবেশ করে ছাত্রলীগের ওই কর্মী।
এসময় কেন্দ্রের মধ্যে সে আটক হয়। পরে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন আটক হওয়া মো. ইকবাল হোসেন নামের ছাত্রলীগ কর্মীকে জরিমানা দিয়ে ছাড়িয়ে আনে।
Leave a Reply