সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় বরিশালে ১৪ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় পর্যায়ক্রমে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালান তারা।
করোনার সংক্রমণ রোধে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, দিনের বেলা সাধারণ মানুষের চলাচল যেমন বেড়েছে, তেমনি দোকানপাট খোলা থাকার পাশাপাশি সড়কে বিভিন্ন ধরনের থ্রি-হু্ইলারের চলাচলও বেড়েছে। কিছু কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও শারীরিক দুরত্বের বিষয়ে কোনো আগ্রহ নেই।
রোববারের অভিযানে ১৩ জন ব্যক্তি ও এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লাকী দাস।
এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও শুক্রবার ও মঙ্গলবার দিনগত রাত ১১ টার পরও নগরের বিভিন্ন এলাকায় চায়ের দোকান খোলা রাখতে দেখা গেছে। যদিও উপজেলা সদরগুলোতে সন্ধ্যার পরের নিষেধাজ্ঞা জোড়দারভাবে বাস্তবায়ন হতে দেখা গেছে।
রোববারও বাস-লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নগরের বিভিন্ন স্থানে রিকশাসহ থ্রি-হুইলার চলতে দেখা গেছে। সেইসঙ্গে মহাসড়কেও থ্রি-হুইলারের একক আধিপত্য দেখা গেছে।
Leave a Reply