বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে পুত্রবধূ সীমার সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন শাশুড়ি জোৎস্না রানী। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার রাতে ঐ উপজেলার পাকুরিতা গ্রামে এ ঘটনা ঘটে। জোৎস্না রানী ঐ গ্রামের যোগেন সরকারের স্ত্রী।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় জোৎস্না রানীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে পুত্রবধূ সীমার ঝগড়া হয়। এর জেরে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন জোৎস্না। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিলা আক্তার জানান, জোৎস্না রানীকে মৃত মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
Leave a Reply