শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা কাভারেজ করতে গিয়ে দুই সাংবাদিক পুলিশি নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাব।
২৯ মার্চ সকালে বানারীপাড়া পৌর শহরের মুজিব সড়কের ঐতিহাসিক বেলতলায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এক জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় পুলিশ কর্তৃক শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মো: মোশারফ হোসেনের সামনে দুইজন সাংবাদিক কর্মীকে বেধড়ক লাঠিপেঠা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ তদন্ত করে এর সাথে যুক্তদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়।
আহত সাংবাদকর্মীরা হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দেশ জনপদের শাফিন আহমেদ রাতুল ও দখিনের মুখের নাসির উদ্দিন। প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় জরুরী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন,
সাইদুল ইসলাম,শাহিন মাহমুদ,সহ-সভাপতি কাওসার হোসেন,ইলিয়াস শেখ,জাকির হোসেন,জাহিন খালাসী,মামুন আহমেদ,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী,গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সহ-সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক আজিজুল হক,সদস্য রতন দাস প্রমূখ।
Leave a Reply