শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে পাকা দোকান ঘর নির্মান করছে স্থানীয় আট জন প্রভাবশালী ব্যক্তি। খাল দখল করে পাকা ভবন নির্মান করায় চলতি ইরি-বোর মৌসুমে ওই খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নির্মানকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহশ পাচ্ছে না।
স্থানীয় ও সরেজমিন গিয়ে দেখা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়নের মাগুরা-বাহাদুরপুর খালের মাগুরা বাজারের কয়েকদিন ধরে স্থানীয় হেমায়েত ঘরামী, ফারুক বেপারী, আলমগীর হাওলাদার, জুয়েল রাঢ়ী, জুলহাস মিয়া, কলম সরদার, ইউনুস মুন্সী ও তোয়াব আলী সরকারী খাল দখল করে পাকা দোকান ঘর নির্মান করছেন। খাল দখল করে পাকা দোকান ঘর নির্মানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় চলতি বোরো মৌসুমের পানি সেচের জন্য বিপাকে পরেছে ওই এলাকার কৃষকরা। পাকা ভবন নির্মান কারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকার হাট বাজারের সরকারী খাল, নদী, রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ভবন নির্মানের হিরিক পরেগেছে। তবে মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে পাকা ভবন নির্মান কাজে বাধা দিলেও কিছুদিন যেতে না যেতে ভবন উঠে যায়। উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে পূর্ব দিকের খালে বাজারের ময়লা ফেলে খাল ভরাট করে দিয়েছে ব্যবসায়ীরা। যা দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ওই খালের সুবিধা পাওয়া গৈলা, শিহিপাশা, সুজনকাঠী, কালুপাড়াসহ বিভিন্ন এলাকায় চলতি ইরিবোরো মৌসুমে অনেক জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্র হ্রাস পাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর পেয়ে সংশ্লিষ্ঠ এলাকার তহশিলদার ও ভূমি অফিসের সার্ভেয়ার পাঠিয়ে পাকা ভবন নির্মান কাজে বাধাদেওয়া হয়েছে। এব্যাপারে অভিযুক্ত হেমায়েত ঘরামী, ফারুক বেপারী, আলমগীর হাওলাদার, জুয়েল রাঢ়ী, জুলহাস মিয়া, কলম সরদার, ইউনুস মুন্সী ও তোয়াব আলীর সাথে যেগাযোগকরা হলে তারা বলে আমারা প্রশাসনকে বলে পাকাভবন করছি।
Leave a Reply