মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:নতুন বছরের আজ এই দিনে বর্ণিল প্রচ্ছদ আর নতুন বইয়ের গন্ধ শিশুদের মনে ছড়িয়ে দিয়েছে হাসির ঝিলিক। শীতের চাঁদরে ঘেরা সকালে শিশুরা নতুন বই নিতে জড়ো হতে থাকে নিজ স্কুলের মাঠে। শিশুদের হাসিমুখ যেন বলে দিচ্ছিল, বইয়ের প্রতি, শিক্ষার প্রতি তাদের অগাধ ভালোবাসা আর আন্তরিকতার কথা। যুববন্ধু আরিফিন মোল্লার হাত থেকে নতুন বই পেয়ে, বুকে জড়িয়ে তার গন্ধ শুঁকে শিশুরা নির্মল হাসিমুখে দুরন্ত গতিতে ছুটে চলা আগামীর দিনগুলো।
সারাদেশের মতো আজ সোমবার (৭ জানুয়ারী) সকালে হাতেম আলী কলেজ চৌমাথা বরিশাল হলি চাইল্ড স্কুল বিদ্যালয় চত্বরে বই উৎসবে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি যুববন্ধু ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের আরিফিন মোল্লা এবং তার ছোট ভাই মুন্না ওয়াহিদ মোল্লা ।
অনুষ্ঠানের একপর্যায়ে স্কুলের পক্ষ্যথেকে যুববন্ধু আরিফিন মোল্লাকে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন বরিশাল হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার তিশা সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে যুববন্ধু আরিফিন মোল্লা বলেন, হলি চাইল্ড স্কুলের সর্বাধিক সহযোগিতা তার পক্ষ থেকে করার প্রতিক্রিয়া জানান তিনি।
তিনি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার স্থান তৈরীর করে দেয়ার অংগীকার করেন ।এছাড়াও তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আজ থেকে আনন্দের সাথে পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, হলি চাইল্ড স্কুলের পরিচালক জে এইচ সুমন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বরিশাল মহানগর ছাএলীগ নেতা,রাছেল খান তপুপ্রমুখ।
Leave a Reply