শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:মাহফিল একটি ধর্মীয় বিষয়। ধর্মে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই।১৭ মার্চ ৩ নং চরবারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্থানীয় যুবসমাজ কর্তৃক এক মিলাদ মাহফিলের অায়োজন করা হয়। খুব শান্তিপূর্ন ভাবে মাহফিলে বয়ান করছিল মৌলভি ।
এমন সময় অাসন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড: মো: মাহবুবুর রহমান মধু তালা প্রতিকের লিফলেট নিয়ে মাহফিলে প্রবেশ করে । কারো অনুমতি ছারাই মৌলভীর বয়ান বন্ধ করে ভোট চান। তাহার এমন ব্যবহারে ক্ষিপ্ত হয়ে উঠে উপস্থিত মুসুল্লিরা।
মুসুল্লিদেরকে ভয়ভিতি দেখিয়ে চুপ করিয়ে দেয় অাওয়ামীলীগের স্থানিয় কিছু নামধারি নেতারা।খবরটি মুহুর্তেই ছড়িয়ে পরে জনগনের ভিতরে। এতে ক্ষোভ প্রকাশ করে অনেকেই।
৯০ ছুঁই বয়সের এক মুসুল্লি বলেন নির্বাচন মানে মানুষের মন জয় করা জোর করে ধর্মিয় বিষয় ব্যাঘাত ঘটিয়ে নির্বাচন কখোনো দেখিনি এটা ক্ষমতার জোর।এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড: মো: মাহবুবুর রহমান মধুর নম্বরে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি তাকে।
Leave a Reply