সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
শামীম আহমেদ॥ বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডসহ জেলার ১০ উপজেলার ৮৫ টি ইউনিয়নে ভিটামিন ‘ত্র’প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর দক্ষিণ আলেকান্দা জুমির খান সড়কস্থ নগর স্বাহ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন বিসিসি প্রধান নিবাহী কর্মকর্তা খায়রুল হাসান।এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিসি প্রধান স্বাহ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, স্থানীয় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর সহ বিসিসি স্বাহ্য বিভাগের কর্মকর্তাগন। বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডের ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ২শত ৭০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
এরমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৯ শত ৭০ জন শিশুকে নীল রংঙের ১ লাখ আই ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।ত্রকই সাথে ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৩শত শিশুকে লাল রঙের ২ লাখ আই ইউ ক্ষমতা সম্পূন্ন ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে নগর ভবন স্বাহ্য বিভাগ,সদর হাসপাতাল,শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারী-বেসরকারী ২২টি প্রতিষ্ঠানের ৪শত ৭৪ জন কর্মী শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কাজে দায়ীত্ব পালন করবেন।
অপরদিকে বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডের ২হাজার ২৫৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৪ হাজার ১শত কমীর উপস্থিতিতে ৩ লাখ ৫৩ হাজার ৮শত ৬৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জনান।
Leave a Reply