সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় শহর বরিশালে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৩ই মে) সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি এক র্যালি বের করে।র্যালিটি শহরের বিভিন্নস্থান প্রদক্ষিন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ কর্মীরা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়রানী, নির্যাতন, মিথ্যা মামলার শিকার ও ওয়েজবোর্ড নিয়ে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক খন্দকার মমিনুল আলম স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেইলি বাংলাদেশ বরিশাল প্রতিনিধি ও দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো স্টাফ শামীম আহমেদ, বাংলা নিউজের বরিশাল স্টাফ রিপোটার মুসফিক সৌরব, আর টিভি বরিশাল প্রতিনিধি আলী জসিম, বৈশাখী টিভি বরিশাল প্রতিনিধি মিথুন সাহা, মাই টিভি প্রতিনিধি পারভেজ রাসেল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক কামরুল আহসান, বরিশালের কথার বার্তা সম্পাদক এম জুয়েল, বরিশাল হেলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ, মর্জিনা বেগমসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার।
Leave a Reply