রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ অভয়াশ্রমে গোপনে মাছ শিকার করে সেই মাছ অন্য স্থানে বিক্রির উদ্দেশ্য যাওয়ার আগে ইলিশ এবং বিভিন্ন প্রজাতির প্রায় একশত মণ মাছ সহ ট্রলার আটক করেছে বরিশালের হিজলা কোস্টগার্ড।হিজলা কোস্টগার্ডের সিসি মোঃ শামীম জানান,মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে মেমানিয়া ইউনিয়নের কুলারগাও এলাকার মেঘনা নদীতে মাছ ভর্তি একটি ট্রলার ধাওয়া করলে,
ট্রলারে থাকা লোকেরা চরে ট্রলার থামিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা সাত ঝুড়ি মাছ হিজলা কোস্টগার্ড অফিসে আনা হয়েছে।হিজলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জোসনা বেগমের উপস্থিতিতে ৮ এপ্রিল বুধবার সকাল ৯ টায়, মাছ গুলোর কিছু অংশ হিজলার বিভিন্ন এতিম খানায় বিতরণ শেষে বাকি মাছ ছোট ছোট প্যাকেট করে বড়জালিয়ার বাউশিয়া এলাকার গরীব অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করা হয়েছে।
Leave a Reply