শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় জমিসংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন টুটুল ও তার স্ত্রী, শিশুপুত্র ও বৃদ্ধা মায়ের ওপর হামলা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে ছোট তার ছোট চাচা আকতার হোসেনের নেতৃত্বে এ হামলায় রিয়াদ হোসেন টুটুলকে গুরুতর জখম করা হয়।
উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন টুটুল জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছোট চাচা মো.আকতার হোসেনের নেতৃত্বে ৭-৮ জন লোক তার বসত ঘরে প্রবেশ করে প্রথমে তার ওপর হামলা শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন (৩৬), শিশু পুত্র জাহিদ হোসেন (১২) ও বৃদ্ধা মা মেহেরুন নেছা বেগমকেও (৬০) আহত করা হয়।
পরে এ ঘটনায় রিয়াদ হোসেন টুটুলের স্ত্রী রুবাইদা ইসলাম দোলন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ভয়েস অব বরিশালকে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply