শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বাসচাপায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রুপাতলীর উকিল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেজারুল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, রুপাতলী থেকে আটককৃত একটি অটোরিকশা নিয়ে নেজারুল পুলিশ লাইনের দিকে আসছিলো। পথিমধ্যে উকিলবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী দোয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়।
এ সময় অটোচালক লাফ দিলেও নেজারুল অটোসহ বাসের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসটি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি। নেজারুলের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply