সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা – কড়াপুর ইউনিয়নে এক মুদি ব্যাবসায়ীর বসত ঘরে হামলা ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ এপ্রিল ) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা – কড়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির পশ্চিম পাশে কারী আবু ইউসুফ এর বাড়িতে ।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার একই ইউনিয়নের কুদ্দুস খলিফা,ফরিদ আহমেদ,বাবুল খাঁ, ইউসুফ আলী,ফারুখ দফাদার বসত ঘরে প্রবেশ করে হামলা ও লুট চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিলে কারী আবু ইউসুফ ও তার মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি করে। হামলাকারীরা ধুমপান করার জন্য দোকান থেকে সিগারেট নিয়ে আসতে বলেন দোকান খুলে সিগারেট দিতে অস্বিকার করায় কারী আবু ইউসুফ’র বসত ঘরে হামলা চালায় ও ঘরে প্রবেশ করে লুট করে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। অপর দিকে দোকান বন্ধ থাকার কারনে মুদি মালামাল ঘরে রাখা হয়। হামলাকারীদের মধ্যে বাবুল একটি গ্যাসের বোতল ও একটি চুলা নিয়ে যায়।
এবিষয় কারী আবু ইউসুফ বলেন, দোকান খোলা থাকলে গুনতে হচ্ছে জরিমানা এজন্য দোকান বন্ধ রাখা হয়েছে। ইউনিয়ন দফাদার ফারুকের নেতৃতে¦ কুদ্দুস খলিফা,ফরিদ আহমেদ,বাবুল খাঁ, ইউসুফ আলী এরা আমার বসত ঘরে হামলা চালিয়ে লুট করেছে। আমি চেয়ারম্যানকে জানিয়েছি।পাশাপাশি এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।রায়পাশা – কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, কারী আবু ইউসুফ আমাকে ফোনে জানিয়েছেন।
এধরনের ঘটনা কেন ঘটিয়েছে তা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সুত্র বলছে,কয়েক মাস আগে বাবুল এক ব্যাক্তিকে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেন,পুলিশের সচেতনতায় নিরহ ব্যাক্তি বেঁছে যায় সেই ইয়াবা মামলায় বাবুল হাজতবাস করেন। জামিনে বের হয়ে আবরো সে সাধারন মানুষের মাঝে মুর্তিমান আতংক হয়ে উঠছেন ।
Leave a Reply