শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনে অন্তঃসত্ত্বার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩২) বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষন করে। এনিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠকে কোন সুরাহা না হওয়ায় মামলা দায়ের করা হয়। আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামী গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply