শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ আগৈলঝাড়ায় উপজেলার কদমবাড়ী গ্রামের পিতার পরকীয়া প্রেমিকাকে বৃহস্পতিবার পিটিয়ে আহত করেছে ছেলে। আহতকে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতালে ভর্তি আহত সূত্রে জানাগেছে, উপজেলার কদমবাড়ি গ্রামের তিন সন্তানের এক (বিধবা) জননী (৩৫) এর সাথে একই এলাকার শাহজাহান বক্তিয়ারের ছেলে পাঁচ সন্তাানের জনক ছমির বক্তিয়ারের (৫০) সাথে দির্ঘদিন পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পকের সূত্র ধরে ছমির বক্তিয়ার ওই বিধবা মহিলার বাড়ি যাতায়াত করতো এবং শারিরীক সম্পর্ক গড়েঊঠে। ওই দু’জনের সম্পর্কের কথা এলাকায় ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার সকালে ছমিরের ছেলে আল আমীন বক্তিয়ার ও তার সহযোগি জাহিদ বক্তিয়ার ওই বিধবাকে মারধর করে গুরুতর আহত করে।
আহত ওই বিধবাকে স্থানীয়রা উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশের এএসআই মনিরুজ্জামান বলেন, হাসপাতালে গিয়ে আহতর সাথে কথা বলে মারধরের সত্যতা পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply